সিলেটরবিবার , ৮ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়ত সেক্রেটারী হুজাইফা ইবনে ওমরের সংক্ষিপ্ত পরিচিতি

Ruhul Amin
জুলাই ৮, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ এর নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ হুজাইফা ইবনে ওমরের সংক্ষিপ্ত পরিচিতি সিলেট রিপোর্ট এর পাঠকদের জন্য তুলে ধরা হলো। জন্মঃ ৮/১০/১৯৯৪ ময়মনসিংহ সদর ৷ পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় ৷ বাবা চাকরিজীবী, মা গৃহিণী ৷
বাবার কর্মস্থল মুন্সিগঞ্জের দেওভোগ মাদ্রাসা থেকে লেখাপড়ার হাতেখড়ি ৷ ২০০৪ সালে বাবার আরেক কর্মস্থল শেরপুরের দারুল উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসা থেকে হেফজ সমাপ্ত করেন মেধাবী হুজাইফা ইবনে ওমর৷ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মালিবাগ জামেয়া থেকে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন ৷ বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে সম্মান শ্রেনীতে অধ্যায়নরত ৷
২০১২ সালে ফরম পূরনের মাধ্যমে ছাত্র জমিয়ত বাংলাদেশে যোগদান করেন। ২০১৩ সালে ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সদস্যসচিব মনোনীত হন৷ ২০১৪ সালে ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মনোনীত ৷ একই বৎসরে সদর উপজেলা ছাত্র জমিয়তের আহবায়কের দায়ীত্ব পালন করেন। ২০১৫ সালে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মনোনীত হন। সর্বশেষ গত ৫ জুলাই ২০১৮ অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে একই পদে নির্বাচিত হয়েছিলেন হাফিজ ওমর ফারুক। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।