সিলেটশনিবার , ২১ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘নারীদের জন্য নিরাপদ নয় ভারত’

Ruhul Amin
জুলাই ২১, ২০১৮ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসছে ভারতের চেন্নাইয়ে। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন দেশের স্কোয়াশ খেলোয়াড়রা পা রাখতে শুরু করেছেন চেন্নাইয়ে। পা রেখেছে সুইজারল্যান্ডের স্কোয়াশ দলও। অবশ্য সুইজারল্যান্ড দলের সঙ্গে চেন্নাইয়ে আসেননি দলটির তারকা খেলোয়াড় আমব্রে আলিঙ্কস। ১৬ বছর বয়সী এই তারকা সুইস খেলোয়াড়ের মা-বাবার দাবি, ভারতে নারীদের জন্য কোনো নিরাপত্তা নেই।

সুইজারল্যান্ড স্কোয়াশ দলের কোচ পাসকাল ভুরিনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিছুদিন ধরে ভারতে নারীদের ধর্ষণ ও সম্মানহানির বিভিন্ন ঘটনা ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছেন আমব্রের মা-বাবা, যার জন্য তারা কিশোরী মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

এ নিয়ে পাসকাল বলেন, ‘আমব্রে আমাদের দেশের এক নম্বর জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়। এখানে আসার কথা থাকলেও তার মা-বাবা তাকে আসতে দেননি। এখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ইন্টারনেটের মাধ্যমে দেখার পর তারা মেয়ের নিরাপত্তার কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন।’

চলতি সপ্তাহেই চেন্নাইতে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও বেশ কিছুদিন ধরেই ভারতে হওয়া বিভিন্ন ধর্ষণ-কাণ্ডের খবরে আন্তর্জাতিক গণমাধ্যম সয়লাব। তাই আমব্রের মা-বাবা মনে করেন, ‘নারীদের জন্য নিরাপদ নয় ভারত’।

শুধু আমব্রের মা-বাবাই নন; ইরান, অস্ট্রেলিয়া এমনকি আমেরিকার দলের কর্মকর্তারাও টুর্নামেন্টের আগে প্রতিযোগীদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি বেশ কয়েকটি দেশ তাদের খেলোয়াড়দের শরীরের বেশির ভাগ অংশ ঢেকে রাখার নির্দেশও দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/স্ক্রোল.ইন/ ইন্ডিয়ান এক্সপ্রেস