সিলেটবৃহস্পতিবার , ২ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে সিলেটের রাজপথে বিক্ষোভ

Ruhul Amin
আগস্ট ২, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থন নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেন।
এছাড়া রিকশার জন্য আলাদা লেন করে সৃশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। তাছাড়া ট্রাফিকের ভূমিকায় থেকে লাইসেন্স চেকও করছেন শিক্ষার্থীরা।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সেখান এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় চৌহাট্টাসহ আশপাশের সড়কগুলোতে। সরকারী যানবাহনও আটকেদিয়ে চেক করা হয়।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের ফুল দিতে দেখা গেছে আন্দোলনকারীদের

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।