সিলেটমঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলের তালিকা

Ruhul Amin
সেপ্টেম্বর ১১, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর চূড়ান্ত ফলাফল সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭৬৭ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সোমবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

চলতি বছরের ২০ এপ্রিল শুরু হয়ে চার ধাপে পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ লাখ আবেদনকারীর মধ্যে ছয় লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেন।

গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়েছিলেন।