সিলেটরবিবার , ২৮ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভারতের সব টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন বলে শনিবার জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
নিম্ন আদালতের দেয়া এই সম্পর্কিত রায় বাতিল করে সুপ্রিম সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করেন।
প্রধান বিচারপতি সাকিব নিসার বলেন, পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীতে ভারত বাঁধ দেয়ায় এই রায় যথাযথ হয়েছে।
পাকিস্তান দাবি করছে, ভারত এসব বাঁধ অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও সিনেমা জনপ্রিয়। কিন্তু, দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আগেও প্রতিবেশী দেশের চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
লাহোর হাইকোর্টের দেয়া রায় বাতিল করে বিচারপতি নিসার বলেন, ‘ওরা আমাদের পানি বন্ধ করে দিচ্ছে। আমরা কেন ওদের চ্যানেল বন্ধ করতে পারব না?’
পাকিস্তানের ৮০ ভাগ কৃষিকাজ হিমালয় থেকে বয়ে আসা নদীর সেচের ওপর নির্ভরশীল।
পাকিস্তান ১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের পর প্রথম ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০০৮ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কয়েকবার তা পুনরায় আরোপ করা হয়েছে।