সিলেটবুধবার , ৩১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানির অভিযোগকারী ৯ নারীকে বরখাস্ত

Ruhul Amin
অক্টোবর ৩১, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যৌনতা বিরোধী সামাজিক আন্দোলন #মি-টু এবার পৌঁছে গেছে অল ইন্ডিয়া রেডিও’তে (এআইআর)। একজন প্রোগ্রাম সহকারী পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার কারণে এআইআরের ৯ জন নারী অভিযোগকারীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল স্টেশনে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ভারতে যখন যৌনতা বিরোধী মি-টু আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে তখন ওই ৯ জন নারী কর্মী ওই স্টেশনের সহকারী প্রোগ্রাম পরিচালক রতœকর ভারতী’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন প্রকাশ্যে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেয়া হয়েছে। তা ছাড়া এক বছর আগে রতœকর ভারতীকে দোষী ঘোষণা করেছে এআইআরের ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি। তা সত্ত্বেও নয়া দিল্লিতে এআইআরের সদর দফতরে ‘কড়া নজরদারির’ অধীনে তিনি অবস্থান করছেন।
ওদিকে অভিযোগকারী ৯ নারীকে তাদের কর্মক্ষেত্র থেকে বরখাস্ত করা হয়েছে। একই রকম অভিযোগ পাপওয়া গেছে ধর্মশালা, ওবরা, সাগর, রামপুর, কুরুক্ষেত্র ও দিল্লি স্টেশন থেকেও। এসব স্টেশনের এআইআর কর্মীদের ইউনিয়ন বলছে, যেহেতু অভিযুক্তকে শুধু সতর্ক করে দেয়া হয়েছে, সেহেতু অভিযোগকারীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে অল ইন্ডিয়া রেডিও’র মহাপরিচালক ফায়েজ শেহরিয়ার বলেছেন, প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখেছে ইন্টারন্যাল কমপ্লেইন্টস কমিটি। শাহদোলের ঘটনার পর রতœকর ভারতীয়কে অবিলম্বে শাহদোল থেকে বদলি করা হয়েছে। তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।