সিলেটসোমবার , ১২ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জোটে ১৪ আসন নিয়েই চূড়ান্ত লড়াই জমিয়তের

Ruhul Amin
নভেম্বর ১২, ২০১৮ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নং ২৩) অর্ধশত আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক এই দলটি উপমহাদেশের আলেমদের প্রাচীনতম সংগঠন ‘জমিয়তে উলামা’র বিপ্লবী উত্তর সুরী। ভারত বর্ষে ও পাকিস্তান আমল থেকে নিয়ে ৭১ এর স্বাধীনতায় জমিয়ত অবদান রেখেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ যোগ্য সংখ্যক আসনে তারা নির্বাচন করে বিজয়ী হতে চান। দেশের অধিকাংশ বড় বড় আলেমদের সংগঠন দাবি করে জমিয়ত নেতারা বলেন, জনগন নির্বাচনে পরিবর্তন চায়। জমিয়ত দেশের বৃহত স্বার্থে ২০ দলীয় জোটের সাথে রয়েছে। জোট ভুক্ত থাকায় বিগত নির্বাচনে জমিয়ত নির্বাচন বয়কট করে। এর আগের নির্বাচনে দুটি আসনে বিএনপি ছাড় দিয়ে ছিলো। দলটির নেতারা মনে করেছেন আগের যেকোন সময়ের চেয়ে জমিয়ত অনেকটাই সুসংহত । তাই দুই/তিনটি আসন দিলে চলবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মান জনক আসন না দিলে ‘বিকল্প চিন্তা রয়েছে’ বলেও জানান জমিয়তের এক বর্ষীয়ান নেতা। আপনারা কয়টি আসন নিয়ে সন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে ঐ নেতা সিলেট রিপোর্ট ডটকম কে বলেন, আমরা ইতিমধ্যে অর্ধশত আসনে প্রার্থীদের সাক্ষাতকার নিয়েছি। সবটিতেই প্রস্তুটির কথা জানাগেছে।  বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যমতে জমিয়ত ২০ দলীয় জোটে ১৪ আসন নিয়েই চূড়ান্ত লড়াই  চালিয়ে যাচ্ছেন দলের মহাসচিব আল্লামা নুুর হোছাইন কাসেমী।
বিএনপি জোটের কাছে দেয়া চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আছেন তা সঠিক ভাবে জানাযায়নি। তবে ধারনা করা হচ্ছে সাংগ
ঠনিক বিবেচনায় আলোচিত  আসন গুলোর মধ্যে রয়েছেন,

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ,সংসদীয় আসন নং ১২, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)
মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী আসন নং- ১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)
মাওলানা আহমদ বদরুদ্দীন খান আসন নং- ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও)

মাওলানা আব্দুল ওয়াহ্হাব আসন নং-১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা)
মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী আসন নং-১৬২ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর)
আলহাজ্জ মোঃ আতিকুজ্জামান আসন নং-১৬৭ কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব)
মাওলানা মাহবুবুল আলম আসন নং-১৭৮ ঢাকা-৫(২১,২২,২৩ নং ওয়ার্ড বাড্ডা, রামপুরা, ভাটারা)

মাওলানা ফেরদাউসুর রহমান আসন নং-২০৮ নারায়নগঞ্জ-৫ (কোতয়ালী ও বন্দর থানা)

মাওলানা শুয়াইব আহমদ আসন নং- ২২৫ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)
এ্যাড: মাওলানা শাহীনুর পাশা চৌধুরী আসন নং- ২২৬ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ)
মাওলানা আতাউর রহমান আসন নং-২৩২ সিলেট-৪ (গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ)
মাওলানা উবায়দুল্লাহ ফারুক আসন নং-২৩৩ সিলেট-৫ (কানাইঘাট-জাকিগঞ্জ)

মাওলানা আব্দুর রব ইউসুফী আসন নং-২৪০ হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং)
মাওলানা জুনায়েদ আল-হাবীব আসন নং-২৪৪ ব্রাহ্মনবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল)