সিলেটবুধবার , ৫ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী

Ruhul Amin
ডিসেম্বর ৫, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই প্রথম নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। এদের মধ্যে একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব এবং অন্যজন সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর।

কংগ্রেসের সদস্য হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত এ দুই নারী ডেমোক্রেট প্রার্থী ছিলেন।

রাশিদা তালিব মিশিগান এবং ইলমান ওমর মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হন।

এর আগে ২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন রাশিদা।

নির্বাচনে জয়ের পর মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে রাশিদা তালিব বলেন, প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস হয়ে থাকার বিষয়টি উদযাপনের।

আমরা ইতিহাস বদলে দিলাম। আমরা ভাবছিলাম আমাদের দ্বারা এটা সম্ভব। এ মুহূর্তটি বেশ আনন্দের।

ইলহান ওমর সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি কংগ্রেসের পাঁচ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন। স্থানীয় ফার্মার লেবার পার্টির ককেসাসে যোগ দেয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল।