সিলেটমঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ৫ রাজ্যেই বিজেপির ভরাডুবি

Ruhul Amin
ডিসেম্বর ১১, ২০১৮ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

ভারতের পাঁচটি রাজ্য বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপি বড় ধাক্কা খেয়েছে। আজ (মঙ্গলবার) রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা চলছে।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় রাজ্যে দেশের প্রধান বিরোধীদল কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানা রাজ্যে টিআরএস, ও মিজোরামে এমএনএফ দল এগিয়ে রয়েছে। কোনও রাজ্যেই বিজেপি অবশ্য সরকার গড়ার অবস্থায় নেই।

নির্বাচনে বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাফল্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা মানুষের রায়। দেশবাসীর জয়। এটা গণতন্ত্রের জয়। অবিচার, স্বৈরতন্ত্র, প্রতিষ্ঠানকে ধ্বংস করা, এজেন্সির অপব্যবহার, গরিব, কৃষক, যুবক ও দলিতদের অবহেলা করা হয়েছে। সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই। ২০১৯ সালের ফাইনাল ম্যাচের (লোকসভা নির্বাচন) ফলাফলের গণতান্ত্রিক ইঙ্গিত দিল এই জয়। গণতন্ত্রে সাধারণ মানুষই ‘ম্যান অব দ্য ম্যাচ’। বিজয়ীদের অভিনন্দন।’