সিলেটসোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অটল লতিফ সিদ্দিকী, অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:  অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক এই সদস্য উপেক্ষা করেছেন তীব্র শীত ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। গতকাল তার গাড়িবহর হামলার শিকার হয়। হামলার বিচার দাবিতেই তার এই অবস্থান ধর্মঘট। গতকাল দুপুর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই অবস্থান করছেন। তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে সেখানেই রাত্রিযাপন করেছেন তিনি। সকালে তাঁবুতে আনা হয়েছে একটি চৌকি।

এই চৌকিতেই লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন। লতিফ সিদ্দিকী বলেন, তার দাবি এখন পর্যন্তও মানা হয়নি। গভীর রাতে বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারির সমর্থকরা তার (লতিফ সিদ্দিকী) নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারধর করেছে। তাও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি জানান, এই হামলার বিচার তার দাবি। এই দাবি না মানা পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল থেকে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।