সিলেটমঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সিনিয়র নেতাদের রাজনীতি থেকে অবসরের আহ্বান

Ruhul Amin
জানুয়ারি ১, ২০১৯ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

যুগান্তর ডেস্ক: বিএনপির সব সিনিয়র নেতাদের রাজনীতি থেকে অবসর নেয়ার আহ্বান জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার দাবিও জানান বিএনপির সাবেক এ সাংসদ।

তার এ ধরনের আহ্বানের প্রেক্ষিতে তাজুল ইসলাম নাজিম নামে এক ব্যক্তি কমেন্ট করেছেন-‘ আপনাকেও সরে যেতে হবে। সিনিয়রদের মধ্যে আপনিও একজন।’

জবাবে আখতারুজ্জামান লিখেছেন-‘অবশ্যই সরে যাব।’ জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে মেজর আখতার আরও লেখেন, আইন বা বিচার বিভাগও যে সরকারের শক্ত নিয়ন্ত্রণে তা যদি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা না বোঝেন তাহলে এও জাতির আরেকটি দুর্ভাগ্য।’

নির্বাচনের ফল মেনে নেয়ার আহবান জানিয়ে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘যা হবার হয়ে গেছে। আপাতত তা পরিবর্তন করার বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই আমাদের নাই। এটি চরম বাস্তবতা।

ভারত ও চীনসহ অনেক রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছেন। অন্যরাও ধানাইপানাই করে মেনে নেবেন। আপনারা অযথা বাগাড়ম্বর করে বিএনপির নেতাকর্মীদের জীবন দুর্বিসহ করে দিয়েন না।’

বিএনপির জেষ্ঠ্য নেতাদের সমালোচনা করে আখতারুজ্জামান লেখেন, ‘এমনিতেই দলের ১০০ ভাগ নেতাকর্মী জেল জুলুমের শিকার। আর আপনাদের নেতাগিরি দেখাতে গিয়ে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েন না।’

ফেসবুকের এ স্ট্যাটাসে বেশকিছু দাবিও তুলেন ধরেন মেজর (অব.) আখতারুজ্জামান।

এ দাবিগুলোর মধ্যে বিএনপির সব সিনিয়র নেতাদের রাজনীতি থেকে অবসর নেয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মেজর (অব.) মো. আখতারুজ্জামান।

তবে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।

আওয়ামী লীগের নূর মোহাম্মদ ৩ লাখ ৭৭৬ ভোট জয় লাভ করেন। আর আখতারুজ্জমান ৫৪ হাজার ৫০ ভোট পান।