সিলেটশনিবার , ১২ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসনে ভোটের তফসিল আগামী সপ্তাহে

Ruhul Amin
জানুয়ারি ১২, ২০১৯ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে নারী আসনে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।’

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল সিলে ২টি আসন পাবে।’

সচিব আরো বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে।’ প্রবাসীদের ভোটার করার বিষয়ে সচিব বলেন, ‘আগামী এপ্রিল থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে ভোটার করা হবে।

৫-৭ দিনের মধ্যে তাদেরকে ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।’