সিলেটশুক্রবার , ১ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় প্রকাশিত গোলাপগঞ্জের পাঁচ জন লেখক সহ ৪১ জন লেখকের বই ‘প্রবাসের গল্প ৪’

Ruhul Amin
মার্চ ১, ২০১৯ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান

গোলাপগঞ্জ থেকে হাবিবুর রহমানঃ জীবন-জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে স্বপ্নের জীবন সাজাতে বিশ্বের নানা প্রান্তে বাস করছেন প্রায় এক কোটি বাংলাদেশি। সেইসব প্রবাসীদের জীবনে ঘটে যাওয়া সুখ-দু:খের নানা ঘটনা নিয়ে বিগত বছরের ধারাবাহিকতায় অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সৌদিআরব প্রবাসী হাফেজ শাহাদাত হুসাইনের সম্পাদনায় প্রবাসের গল্প-৪। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের লেখা এই বইয়ে উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতিতে বিপুল অবদান রাখা রেমিটেন্স সৈনিকদের নানা অজানা কথা। যারা মা বাবা স্ত্রী সন্তান ভাইবোন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন গ্রাম শহর ছেড়ে জীবন-যৌবনের স্বাদ-আহ্লাদকে ঘামের সাথে মুছে ফেলে বিদেশ বিভুঁয়ে পড়ে আছেন। যাদের রক্ত-ঘামে দৃঢ় হচ্ছে দেশের জিডিপি। কিন্তু তাদের দু:খ-কষ্ট-বেদনার কথা কতটুকু জানেন দেশের মানুষজনেরা! তারা যে সোনার হরিণের সন্ধানে অজানা-অচেনা শহরে অহরাত্রি গুমরে মরেন তা-কি তার স্বজনরা উপলব্ধি করেন। সেই অভিজ্ঞতার আলোকে কবি,সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক সহ ৪১ জন লেখক হৃদয় গহীনে লুকিয়ে থাকা নানা কথায় প্রবাসের গল্প সংকলন করা হয়েছে।শিল্পী ইলইয়াস হুসাইনের নান্দনিক প্রচ্ছদ বইটির আকর্ষন বাড়িয়েছে। বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার ঘাসফুল প্রকাশনীর ৬১২ নাম্বার স্টল, ও চট্টগ্রাম বইমেলার সালফি পাবলিকেশন্সের ৮৯ নাম্বার স্টলে। যাদের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে “প্রবাসের গল্প-৪” তারা হলেন,ড. আ ফ ম খালিদ হোসেন, শফিক আলী, মোহাম্মদ লোকমান, ডাঃ শাহনাজ পরভীন, মোহাম্মদ এনামুল হক,ফ.ই.ম.ফরহাদ, মাহফুয আহমদ, রাকিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইমরুল, মুহাম্মদ অহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম মাসুম,মোহাম্মদ জামাল উদ্দিন,আলম মুহাম্মদ,আবু তাহের মিয়াজী,কামরুল হাসান জনি,আব্দুল্লাহ্ আল শাহীন,মুহাম্মাদ ইছমাইল,রবিউল খন্দকার,আবু বকর সিদ্দিক,আহসানুল আযিম শাহ্, শাহাদাত হুসাইন, হাজেরা বেগম পপি, আনিসুর রহমান,হাফেজ মওলানা নুরুল্লাহ সাঈদ মাদানী, আবদুল্লাহ আল মামুন, আবুল বাশার মুন্সি,খান মুফতি মাহমুদ, মন্জুরুল আলম, জিয়াউল হক, মাহদী হাসানাত খান, গাফফার মাহমুদ, মাহবুব আলম (বুলু), হাসান আল মুরাদ,আনোয়ার হোসাইন খান সোহেল,শাহাদাত আল মাহদী, জাহেদ আহমদ, সাদেক আহমদ, আব্দুল আলীম সাইফুল,নাফনি মাহমুদ,মুশফিক হাবীব,সুমন বোরহান।তাদের মধ্যে গোলাপগঞ্জের পাঁচজন লেখক, ডাঃ শাহনাজ পারভিন, বাড়ি ভাদেশ্বর শেখপুর, লেখক ও সমাজ চিন্তেতক সিলেট জালালাবাদ গ্যাস অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা।

মোহাম্মদ মঞ্জুরুল আলম, বাড়ি, গোলাপগঞ্জ খর্দ্দাপাড়া, লেখক ও কবি, বর্তমান ফ্রান্স প্রবাসী।আবুবকর সিদ্দীক, বাড়ি ভাদেশ্বর ফতেহপুর, বর্তমান বাহরাইন প্রবাসী।আব্দুল্লাহ শাহিন, বাড়ি ভাদেশ্বর ফতেহপুর, লেখক কলামিস্ট, আরব আমিরাত প্লেস ক্লাবের সদস্য, বর্তমান আরব আমিরাত প্রবাসী।ছাদেক আহমদ, কায়স্থগ্রাম, নোয়াগাও। সাবেক সৌদি প্রবাসী।