সিলেট ৪ঠা মার্চ, ২০২১ ইং | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
ডেস্ক রিপোর্ট :
নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু এবং চার শতাধিক লোক আহত হয়েছেন।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এক টুইট বার্তায় ঝড়ে ২৫ জনের মৃত্যু ও চার শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
কে পি শর্মা ঝড়বৃষ্টিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় নেপালের বারা ও পারসা জেলার ওপর দিয়ে ভারী ঝড়বৃষ্টি বয়ে যায়। বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর টুইটে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য হেরিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়, তীব্র ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে বড় বড় গাছ, বৈদ্যুতিক খুটি ও টেলিফোনের লাইন উপড়ে পড়েছে। এতে হতাহতের ঘটনা বেশি ঘটেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com