সিলেটশুক্রবার , ৫ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আগুন লাগলে সেলফি না তুলে এক বালতি পানি আনুন: প্রধানমন্ত্রী

Ruhul Amin
এপ্রিল ৫, ২০১৯ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

cডস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আগুন লাগলেই দেখি অনেকে সেলফি তোলে, দেখতে যায়। সেলফি তোলার কী আনন্দ বুঝি না। তা না করে সবাই এক বালতি করে পানি আনুক, আগুন নেভানোর চেষ্টা করুক। এই মানসিকতার পরিবর্তন করতে হবে।

শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন: চৈত্র বৈশাখে আগুনের প্রবণতা থাকে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টা ছিলো। ফায়ার সার্ভিসের ওপর কিছু মানুষ চড়াও হয়। তাদের গাড়ি পর্যন্ত ভেঙ্গে দিয়েছে। এক একটা গাড়ির দাম অনেক। যারা উদ্ধার করতে যায় তাদের বাধা দেওয়া ও মারা এটা কেমন কথা? যারা এ ধরনের কাজ করেন তারা যদি আগুন নেভানোর কাজ করতেন, তাহলেই ভালো হতো।

প্রধানমন্ত্রী জানান: ফায়ার সার্ভিসের একজন আহত হয়েছে। তারপরও আগুন লাগলে তারা কাজ করে যাচ্ছে। একটা কম বয়সী মানুষ উদ্ধার করতে গিয়ে প্রাণ সঙ্কটে ভুগছে।

তিনি বলেন: ইউনিভার্সিটির ছেলেরা এসেছিলো, পরে তাদের বললাম ভলান্টিয়ার হয়ে কাজ করতে। সাধারণ কিছু মানুষের মধ্যে দায়িত্ববোধ আছে। তাদের মতো সবাইকে হতে হবে। মিডিয়া দেখলেই মানুষ ভিড় করে। সেটাও বুঝতে হবে। আগে ঢাকায় খাল-বিল ছিলো, এখন সব ভরা হয়েছে, ফলে পানির অভাব। দালান করার আগে জলাধার থাকার বিষয়টা নিশ্চিত করতে হবে।