সিলেটবুধবার , ২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বার্মায় মুসলিম গণহত্যা বন্ধে উদ্দোগ নেয়ার আহবান জমিয়তের

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছন, মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের সরকারের পক্ষ থেকে যে নির্যাতন চলছে তার প্রতিবাদে জানানোর ভাষা আমাদের নেই। আমরা আশা করছিলাম মিয়ানমারের সামরিক সরকারের সময় রোহিঙ্গা মুসলমানদের উপর চলে আসা নির্যাতন গণতন্ত্রের জন্য আন্দোলন রত অনসানসূচীর সরকারে ক্ষমতায় আসলে সকলের সাথে গণতান্ত্রিক আচরণ করা হবে। কিন্তু অবস্থা দৃষ্ট প্রমাণিত হয়েছে সেখানকার ‘অহিংস পরম ধর্ম ও জীব হত্যা মহাপাপ’ এর শ্লোগানধারী বৌদ্ধরা মুসলিম নির্যাতনে ঐক্যমত। মাওলানা ইউসুফী বার্মায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানোর আহবান জানান।
আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃয় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে ও মাওলানা মতিউর রহমান গাজীপুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাবেক এমপি মাওলানা শহীনূর পাশা চৌধুরী, মাওলানা বশিরুল হাসান, মাওলানা নূর মুহাম্মদ, মাওলানা তোফায়েল গাজালি,
মাওলানা রেজাউল কারীম, নিজাম উদ্দীন আল আদনান প্রমুখ।