সিলেটবুধবার , ৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যের ডাক দিলেন ট্রাম্প

Ruhul Amin
নভেম্বর ৯, ২০১৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

বক্তৃতার শুরুতে বিনয়ী কণ্ঠে সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, সবে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে ফোন পেয়েছেন। তিনি নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনিও হিলারিকে ধন্যবাদ দিয়েছেন।

ব্যবসায়ী ট্রাম্প বলেন, তাঁর জয় মোটেও সহজ ছিল না। এ জয় কষ্টার্জিত।

নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্পের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ ওঠে। এ নিয়ে কঠোরভাবে সমালোচিত হন তিনি। সেই ট্রাম্প তাঁর বিজয় ভাষণে ঐক্যের ডাক দেন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ঐক্যের সময়।’

যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

বিভক্তির ক্ষত সারাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি আমেরিকাকে ঐক্যবদ্ধ করবেন।

মার্কিন জনগণের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি আপনাদের নিচে নামতে দেব না। আমরা অসাধারণ কাজ করব।’