সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ ইং | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
সিলেট রিপোর্ট ডেস্ক :
জমিয়তে উলামায়ে হিন্দ (এম) ভারতের সাহরানপুর দেওবন্দ এলাকার ইসলামপ্রিয় জনতা ভারতে মুসলিমদের উপর চলমান নৃশংসতা, নির্যাতন বন্ধের দাবিতে রাস্তায় নেমে এসেছে।
গতকাল শুক্রবার বাদ জুমা ভারতের সাহরানপুর দেওন্দ এলাকায় এ বিক্ষোভ সংঘটিত হয়। বিক্ষোভে জনতারা স্লোগান দেয়, মোদি সরকার নিপাত যাক। ঝাড়খণ্ড সরকারের লজ্জিত হওয়া দরকার। মুসলিমদের উপর নির্যাতন বন্ধ কর করতে হবে।
বিক্ষোভ শেষে হাজার হাজার জনতার উপস্থিতিতে সন্ত্রাসীদের হাতে শহিদ হওয়া মুসলিমদের বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বিজেপি আবারো ক্ষমতায় আসার পর মুসলিমদের উপর নির্যাতন বেড়েছে। সহিংসতা জোরদার হয়েছে। ঝাড়খন্ডসহ কয়েকটি এলাকায় কয়েকদিনে বারকয়েক হামলা হয়েছে মুসলিমদের উপর।
জম্মু ও কাশ্মির রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। হিন্দু সন্ত্রাসীরা সম্প্রতি ১৩ মুসলমানকে হত্যা করেছে। গত শাসনামলে গণহত্যায় ১০০ জনেরও বেশি মুসলমান হত্যা করা হয়েছে।
দেওবন্দের কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত এ সমাবেশে মাওলানা মাহমুদ মাদানীসহ জমিয়তে উলামায়ে হিন্দ (এম) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com