সিলেটবুধবার , ১০ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হজ্ব যাত্রীদের ধর্মীয় পরামর্শ দিতে বাংলাদেশ থেকে সৌদি যাচ্ছেন ৫৫ জন আলেম-ওলামা

Ruhul Amin
জুলাই ১০, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশি হজযাত্রীদের হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী, চট্টগ্রামের জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম বোখারী, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ সহ ৫৫ জন ওলামা মাশায়েখ সৌদি আরব যাচ্ছেন।

৯ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান সাপেক্ষে এই প্রথমবারের মতো দেশের ওলামা মাশায়েখদেরকে হজ পালনে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র জানায়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরবে যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন।

প্রতিনিধি দলের অনান্য সদস্যরা হলেন, ঢালকানগরের পীর মাওলানা জাফর আহমদ, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী রুহুল আমীন, মুফতী ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সালাউদ্দীন নানুপুরী, মুফতী দিলাওয়ার হোসেন, আল্লামা শাহ আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মোহাম্মদ আলী, মুফতী নেয়ামত উল্লাহ আল ফরিদী, বড় কাটারা মাদরাসার মুহতামিম মুফতী সাইফুল ইসলাম, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা ওসামা আমীন, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।