সিলেটবুধবার , ১৬ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সিলেট আগমনে ব্যাপক প্রস্তুতি

Ruhul Amin
নভেম্বর ১৬, ২০১৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

dsc_0087সিলেট রিপোর্ট:
২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে কেন্দ্রকরে আগাম প্রচারনা শুরু হযেছে।  নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নতুনমাত্রা যুক্ত হয়েছে। ইতমিধ্যে প্রস্তুতি শুরু হয়েগেছে। ব্যানারে তোরণে হাসিনা বরণে রিতিমতো প্রস্তুত সিলেট। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।

২৩ নভেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী। জালালাবাদ সেনানিবাসে একটি অনুষ্ঠান শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি ভাষণ দিবেন। এক বছরের মধ্যে এটা হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সিলেট সফর। এর আগে গত ২১ জানুয়ারী তিনি সিলেট সফরে এসে আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন। সেই একই স্থানে এবারও তিনি বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সরকারি দলের সিলেট অঞ্চলের নেতাকর্মীরা মাঠে সক্রিয়। প্রায় প্রতিদিন নগরীর আনাচে কানাচে মাইক দিয়ে প্রচারণা চলছে।
উৎসাহি নেতাকর্মীরা ইতিমধ্যে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের ছবির সাথে নিজের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন টানাতে শুরু করেছেন। সেগুলো শোভা পাচ্ছে নগরীর বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ মোড় এবং রাজপথের আশপাশে।

নগরীর জিন্দাবাজার, জল­ারপার, লামাবাজার, তালতলা, রিকাবিবাজার, মিরের ময়দান, আম্বরখানা, বন্দরবাজার, সুবহানীঘাট, শাহজালাল ব্রিজ, কিনব্রিজ, কাজিরবাজার ব্রিজের দুইদিকেই প্রচুর ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে।
২৩ নভেম্বর বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রচারনা শুরু করছেন বলে নেতাকর্মীদের  উৎসাহ উদ্দীপনায় নতুনমাত্রা যুক্ত হয়েছে।

এদিকে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমণকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪টায় মাছিমপুর এলাকায় সাবেক মেয়র কামরানের বাসায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ অক্টোবর মহানগর আ’লীগের উদ্যোগে রেজিষ্টারী মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করা হবে। এতে সকল নেত্রীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।
মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসমা কামরানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা নাজীম, শামীমা আরা বেবী, জেসমিন সুলতানা জেসি, সাবিনা ইয়াছমিন, সালমা বেগম, জহুরা আক্তার খানম, শিপা বেগম সুপা, সাবিনা বেগম, শামীমা খন্দকার, শ্যামলী দাস, জেবুন্নাহার, সুলতানা আক্তার, রেবিন আক্তার, শাবিয়া বেগম, আইনুর বেগম, সালমা বেগম জবা, শাহনাজ সুলতানা দিনার, নুরুন্নেছা হেনা, রীনা বিশ্বাস, নারগিস সুলতানা, এড. আছমা বেগম, হাসনা হেনা চৌধুরী, নাসরিন ইসলাম হালিমা, রত্না বেগম, খয়রুন নেছা সেলি, মারিয়ান চৌধুরী, ক্ষমা রানী দে প্রমূখ।