সিলেটশুক্রবার , ৮ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আপাতত নেই : বাণিজ্যমন্ত্রী

Ruhul Amin
নভেম্বর ৮, ২০১৯ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: চলতি মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর হোটেলে ইটভাটা মালিকদের বার্ষিক সাধারণ সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এরপরও আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই।’

ভারত থেকে পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।’

মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা জানিয়ে টিপু মুনশি বলেন, ‘মিসর থেকে পেঁয়াজ আনলে দাম একটু কমতে পারে। এছাড়া পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’