সিলেটবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিমানে নারী ক্রুদের যৌন নিপীড়ন : ভয়ে অভিযোগ করেন না অনেকে

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :  বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুই নারী কেবিন ক্রু এক পাইলটের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন৷ অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷ বিমান এটাকে প্রথম লিখিত অভিযোগ দাবি করলেও জানা গেছে চাকরি হারানোর ভয়ে অনেকেই অভিযোগ করেন না৷
অভিযোগকারী দু’জন কেবিন ক্রু’র একজন সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ওই পাইলট দীর্ঘদিন ধরেই যৌন নিপীড়ন করে আসছিলেন৷ সর্বশেষ ২৬ অক্টোবর ককপিটে ডেকে তাদের যৌন নিপীড়ন করা হয়৷ তাদের দু’জনকে আলাদাভাবে ককপিটে ডেকে যৌন হয়রানি করেন ওই পাইলট৷

যৌন নিপীড়নের শিকার ওই নারী বলেন, ‘‘ইনফ্লাইট একজন পাইলটের অনেক ক্ষমতা৷ তিনি তখন সর্বেসর্বা৷ তাই যৌন হয়রানির শিকার হলেও চাকরি বাঁচাতে অনেকে অভিযোগ করেন না৷ আমরা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে অভিযোগ করেছি৷ ওই পাইলটের বিরুদ্ধে আরো অনেকেরই অভিযোগ আছে৷ আমরা অভিযোগ করার পর তারা মুখ খুলতে শুরু করেছেন৷’’

নিপীড়ণের শিকার নারী বলেন, ‘‘আমাদের পর এখন অরো অনেকে অভিযোগ দিচ্ছেন বিমানে৷ আরো অনেক যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পাবে৷ আমাদের পূর্ণ নিরাপত্তা দেয়ার কথা বলা হয়েছে৷ এখন পর্যন্ত কোনো দিক থেকে কোনো চাপ নেই৷ তবে ভবিষ্যতে কী হবে বলতে পারছি না৷’’

জানা গেছে, বিমানে কেবিন ক্রু’র সংখ্যা ছয়শ’র মতো৷ এরমধ্যে অর্ধেকই নারী৷ তাই এই ঘটনায় বিমানে ইনফ্লাইট নারী কেবিন ক্রুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কিন্তু বিমানের এমডি দাবি করেন, ‘‘এই ধরনের অভিযোগ আমার সময় এটাই প্রথম৷ আরা কোনো অভিযোগ এর আগে পাইনি৷ আর নারী কেবিন ক্রুদের নিরপত্তা নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নাই৷ নিরপত্তার অভাব থাকলে ওই দুই নারী কি অভিযোগ করতে পারতেন?’