সিলেটশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৯ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় বিস্ফোরণে হামিদ হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুমধুম এলাকার ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, স্থলমাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। এসময় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত হামিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক – জি-৪ এর আব্দুল করিমের ছেলে। আহতরা হলেন-একই ক্যাম্পে হাবিব উল্লাহ ও জুয়েল হক।

রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় বিস্ফোরণের একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (পরির্দশক) কানন চৌধুরী বলেন, ‘বিষয়টি এখন শুনেছি, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্যা সীমান্তে বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে বলে জানিয়েছেন উখিয়া কুতুপালং ক্যাম্প ওয়েস্ট-১ এর হেড মাঝি মোহাম্মদ রফিক।

তিনি বলেন, এই স্থলমাইন বিস্ফোরণে আমার শিবিরের এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এ ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।