সিলেটশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-আমেরিকা সামরিক চুক্তি : আলোচনা করতে আসছেন পেন্টাগনের কর্মকর্তা

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৯ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
আগামী সপ্তাহে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তা র‌্যান্ডল জি শ্রাইভার ঢাকা আসছেন।

বাংলাদেশের সঙ্গে দুটি সামরিক চুক্তিসহ অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তার এই সফর বলে জানাগেছে।

সফরকালে এই ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স অ্যাসিস্যান্ট সেক্রেটারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, আমর্ড ফোর্সেস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিস এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) চুক্তি করতে আগ্রহী আমেরিকা।

ইতিমধ্যে এ ব্যাপারে প্রস্তাবও দিয়েছে আমেরিকা। এ দুটি চুক্তির মধ্যে জিসোমিয়া ছাড়া উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র কারো কাছে বিক্রি করতে পারে না তারা।

এ বিষয়ে গত জুনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের মধ্যে আলোচনা হয়েছে।