সিলেটবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

Ruhul Amin
ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগে থেকেই অসুস্থ খালেদা কারাঅন্তরীণ হওয়ার পর থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সরকার তাকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট নয়।

সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি বলছে, ‘শোনা যাচ্ছে খালেদা জিয়াকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি এবং তার অধিকার নিশ্চিত করা হয়নি।’

এই পরিস্থিতিতে তার চিকিৎসায় জাতিসংঘ আইন (নেলসন ম্যান্ডেলা বিধি) মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

এর আগে গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা সম্মতি দিলে মেডিক্যাল বোর্ডকে তার অধিকতর চিকিৎসা (অ্যাডভান্স বায়োলজিক্যাল ট্রিটমেন্ট) করানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আদালত সর্বসম্মতভাবে এই নির্দেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন ৭৪ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তাঁর দল বিএনপির অভিযোগ, কারাগারে পর্যাপ্ত স্বাস্থসেবা পান না তিনি। ফলে আগে থেকেই অসুস্থ খালেদা জিয়া দিন দিন আরও অসুস্থ হচ্ছেন।