সিলেটশনিবার , ২৬ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসি গঠনে আলোচনা দরকার : খালেদা জিয়া

Ruhul Amin
নভেম্বর ২৬, ২০১৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  এক তরফা নির্বাচন কমিশন (ইসি) নয়, সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গঠন করতে আলোচনা দরকার বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার এক টুইটে তিনি এই আহ্বান জানান। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় নয়। তাই আলোচনা দরকার। এর আগে নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সময় চেয়ে দলটি ইতিমধ্যে বঙ্গভবনে চিঠিও দিয়েছে।  উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন গঠন করবেন। খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন, আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি সার্চ কমিটি এবং সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার। ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।