সিলেটবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদের দাবি মেনে নেয়ার ঘোষণা শূরার: আহমদ শফীর পদত্যাগ

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট: আজ বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) হাটহাজারি মাদ্রাসায় সর্বশেষ অনুষ্ঠিত মজলিশে শুরার সিদ্ধান্তসমূহ :
১ঃ- আল্লামা আহমদ শফি সাহেব হাটহাজারী মাদরাসার মুহতামিমের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শূরা কমিটি তাঁকে সদর মুহতামিম হিসেবে নিয়োগ দিয়েছেন।

২ঃ- মাওলানা আনাস সাহেবকে স্থায়ী বহিষ্কার এবং গতকালের সব সিদ্ধান্ত বলবত রেখেছে শূরা কমিটি।

৩ঃ- মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এবং পরবর্তী মুহতামিম নির্ধারণের দায়িত্ব শূরা কমিটিকে দেওয়া হয়েছে।

বাংলাদেশের উম্মুল মাদারেস নামে খ্যাত চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ। বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে মাদরাসার মাইকে বেশকিছু দাবি ঘোষণা করা হয়।
দাবিসমূহ :
এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।
এ সময় ছাত্ররা প্রশাসনের উদ্দেশে বলেছে, আমাদের আন্দোলন মাদরাসার অভ্যন্তরীণ বিষয় এবং তা শান্তিপূর্ণ তাই এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না। মাদরাসার শুরা সদস্যগণ এসে দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বলে তারা জোর দাবী জানান।
আজ সকালে মাদরাসা বন্ধের চক্রান্তের খবর শুনে আবারো বিক্ষুদ্ধ হয়ে উঠেন। দিন ভর আন্দোলনের পরে সন্ধায় শূরার সদস্যগন বৈঠক করেন শফী সাহেবের সাথে। রাত ১০ টার দিকে শফিসাহেব পদ ত্যাগ করেন। পরে শুরা সদস্যগন সিদ্ধান্ত ঘোষণা করেন। এসময়
উপস্থিত ছিলেন, ১। মুফতী নূর আহমদ সাহেব (শিক্ষাসচিব)
২। মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেব
৩। মাওলানা নোমান ফয়জী সাহেব, শূরা সদস্য
৩। মাওলানা সালাউদ্দিন সাহেব, শূরা সদস্য
৪। মাওলানা কবীর সাহেব মুহাদ্দিস
৫। দিদার সাব, শিক্ষক।