সিলেটরবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শুরা ও আমেলার বৈঠক সম্পন্ন

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন সাম্প্রতিক সময়ে ভীষণ উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে এবং ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে ওলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চলছে। কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এহেন পরিস্হিতিতে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্হা গ্রহণ করতে হবে। অন্যথায় আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম হবে ভয়াবহ। ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় জামেয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত শুরা ও আমেলার যৌথ অধিবেশনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন। অধিবেশনের শুরুতেই জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী রহ.এর মাগফিরাত ও দরজা বুলুন্দীর জন্য দোয়া করা হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মাওলানা আব্দুল কুদ্দূস,মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, মুফতী মুনীর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল বাসীর, মুফতী মাসউদুল করীম,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, মুফতী নাসিরুদ্দিন খান, অর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী,প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমূখ। উপস্হিত ছিলেন সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা আব্দুল হাফীজ, মাওলানা মোহাম্মদুল্লাহ জামী, মুফতি তাহের কাসেমী, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী,
মুফতি গোলাম মাওলা, মাওলানা তাফহিমুল হক
সহ শতাধিক প্রতিনিধি। উক্ত অধিবেশনে আগামী কাউন্সিল পর্যন্ত মাওলানা জিয়া উদ্দীনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণার পূর্বগৃহিত সিদ্ধান্তকে সর্বসম্মতিক্রমে অনুমোদেন দেয়া হয়।