সিলেটবুধবার , ২৭ জানুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রথম এমপি হিসেবে টিকা নিচ্ছেন হাফিজ মজুমদার

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : প্রথম সংসদ সদস্য হিসেবে টিকা নেবেন সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমেদ মজুমদার।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার প্রথম টিকা নিতে যাওয়া ২৫ জনের মধ্যে আছেন তিনি।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ এরই মধ্যে কুর্মিটোলা হাসপাতালে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ টিকা প্রয়োগ কীভাবে হয়, তা দেখতে চোখ এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দিকে।

হাসপাতালটির ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তার প্রথম টিকা নেবেন। পরে টিকা পাবেন ফিমেল মেডিসিন ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মুন্নি খাতুন এবং একই ইউনিটের নার্স রিনা সরকার। তবে শেষ মুহূর্তে কারও কোনো শারীরিক অসুবিধা দেখা দিলে তালিকায় রদবদল হতে পারে।

চিকিৎসকদের মধ্যে প্রথম টিকা পাবেন হাসপাতালের কনসালট্যান্ট লুৎফর কবির মবিন ও আল মামুন।

এ ছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তারা মিয়া, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আফরোজা জাহিন এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোশাররফ হোসেনকে টিকা দেয়া হবে।

আজ টিকা নিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, রাজনীতিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিক।