সিলেটরবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিআ সিদ্দিকিয়ায় ইসলাহি মাহফিলে ড. মুশতাক আহমদ: ঈমানদাররা হলো অনন্ত পথের যাত্রী

Ruhul Amin
ফেব্রুয়ারি ৭, ২০২১ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপার্টা:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক খলীফায়ে আহমদ শফি শায়খুল হাদিস ড. মুশতাক আহমদ বলেছেন, ঈমানদাররা অনন্ত পথের যাত্রী। এজন্য আল্লাহ তায়ালা মানুষের রূহকে অসীম শক্তি দান করেছেন। এই অসীম শক্তিসম্পন্ন রূহের কাজ হলো নিজেকে আল্লাহর কাছে সমপর্ণ করা। কিন্তু মানুষ তার অসীম শক্তির রূহকে অকাজে-কুকাজে ব্যবহার করে। মানুষের রূহের শক্তিকে ঈমানের পথ দিয়ে আল্লাহর সান্নিধ্যের পথে পরিচালিত করেন তাসাউফের পীর-মাশায়েখরা। তাই অনন্ত পথের যাত্রী হিসাবে টিকে থাকতে হলে পীর-মাশায়েখদের সান্নিধ্যে আসতে হবে। (৬ ফেব্রুয়ারি) শনিবার বাদ আসর নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় এক বিশেষ ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা রেজাউল হকের পরিচালনায় মাহফিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক মুফতি মনসুর আহমদ। সভাপতির বক্তব্যে সৈয়দ মবনু বলেন, ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জামিআ সিদ্দিকিয়া জাতীয় ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ প্রতিষ্ঠান কওমি মাদরাসাকে দারুল উলূম দেওবন্দের নীতিতে বহাল রেখে এমনভাবে সাজানো হয়েছে যেখানে পড়াশোনা করলে একজন ছাত্র দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতির যেকোন ধারার সাথে গিয়ে মিশতে পারে। পাশাপাশি চেষ্টা করছে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মাদরাসা, স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাধারণ মানুষদের মধ্যে জ্ঞানের সমন্বয় তৈরি করতে। দারুল উলূম দেওবন্দের চিন্তার ভিত্তিতে নিজেদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণের চেষ্টা করছে এ প্রতিষ্ঠান। আল্লামা আবুল হাসান আলী নদভী (র.)-এর চিন্তার আলোকে বাংলাভাষাকে গুরুত্ব দিয়ে আলেম সমাজকে বাংলা সাহিত্যে আরও উন্নত করে গড়তে চেষ্টা করে যাচ্ছে।

জামিআর ছাত্র হাফিজ হাসান জামিলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিআ সিদ্দিকিয়া শিক্ষা সচিব ও টিলাগড় মাদানি মসজিদের খতীব মাওলানা আফতাবুজ্জামান হেলাল। মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করেন প্রধান অতিথি শায়খুল হাদিস ড. মুশতাক আহমদ।