সিলেটশনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হেফাজত নেতাকে ছুরিকাঘাত করা যুবক গ্রেফতার

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

রাজধানীতে হেফাজতে ইসলামের নেতা ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাসান ইমরানকে (৩২) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজত ইসলামের এই নেতা লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ঘটনার দিন হেফাজতে ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, ‘মাওলানা জসিম উদ্দিন ধানমণ্ডির বাসায় যাওয়া জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি কিছুদূর যেতেই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছিলেন, ‘তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে।’
সিসি ক্যামেরার ফুটেজে অপরাধি শনাক্ত করে মামলা করা হয়।
পরের দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী। বিবৃতিতে তিনি বলেন, ‘অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার নিতে হবে।’
সুত্র:
বাংলা ট্রিবিউন