সিলেটশুক্রবার , ১৬ এপ্রিল ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকার রমজান মাসে দমন পীড়নের নোংরা খেলায় মেতে উঠেছে : সদরে জমিয়ত মাওলানা জিয়াউদ্দীন

Ruhul Amin
এপ্রিল ১৬, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক:

হেফাজতে ইসলামের উপদেষ্টা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতির, সিলেটের বিয়ানীবাজারস্থ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম মাওলানা শেখ জিয়াউদ্দীন বলেছেন, সরকার রমজান মাসে দমন পীড়নের নোংরা খেলায় মেতে উঠে রমজানের পবিত্রতা নষ্ট করেছে। মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা সাখাওত হোসেন রাজিসহ উলামায়ে কেরামকে আটক করে ইসলামী আন্দোলন সংগ্রামকে কিছুতেই রুখতে পারবেনা। তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির উস্তাজুল আসাতিজা আল্লামা শাহ আহমদ শফি (র) এর মৃত্যুকে কেন্দ্রকরে সরকার নোংরা রাজনীতির পথে হাটছে। এতে সরকার লাভবান হবেনা। এই মিথ্যা মামলার অজুহাতে আল্লামা বাবুনগরীকে গ্রেফতারের পায়তারা ও হাটহাজারী মাদরাসায় নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে চায় একটি মহল। আমরা কঠোর ভাবে হুশিয়ারী উচ্চারণ করে বলতে চাই এদেশের তৌহিদী জনতা উলামায়ে কেরামের বিরুদ্ধে অহেতুক হয়রানী মেনে নিবেনা। করোনার অজুহাতে মসজিদ গুলো বন্ধ করে সরকার ধর্মপ্রান মুসল্লীদের ধর্মীয় অধিকার হরণ করেছে। গার্মেন্টস সহ অন্যান্য সেক্টর খোলা রেখে মসজিদ,মাদরাসা বন্ধ করে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী শুরু করেছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্ভে আলেম উলামাদের উপর দমনপীড়ন বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তিনি গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন। প্রেরিত বাতার্য় বিগত ২৬ মার্চ পরবর্তী সময়ে হাটহাজারী,বি বাড়ীয়ায় পুলিশের গুলিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।