সিলেটমঙ্গলবার , ১১ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল আকসা মসজিদ চত্বর রণক্ষেত্র, আহত কয়েকশত মুসলিম, ইমরান খানের নিন্দা

Ruhul Amin
মে ১১, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি প্রার্থনাকারীদের ওপর সোমবার সকালে ইসরাইলি পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড বোমা নিক্ষেপ করেছে। এতে কয়েক শত মুসল্লি আহত হয়েছেন। দিনশেষে দখলীকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদীদের পরিকল্পিত বার্ষিক র‌্যালি করার কথা রয়েছে। ওই র‌্যালিকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটেছে। উল্লেখ্য, ১৯৬৮ সালে এ দিনে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। পরে তারা এর সম্প্রসারণ ঘটায়।  দিনটিকে স্মরণ করতে প্রতিবছর ইহুদিরা জেরুজালেম ডে ফ্লাগ মার্চের আয়োজন করে থাকে। ইহুদি তরুণরা এদিনে ফিলিস্তিনের ওল্ড সিটি এবং পূর্ব জেরুজালেমে র‌্যালি করে। এর মধ্য দিয়ে তারা উস্কানি সৃষ্টি করে।

কিন্তু এই উদ্যোগকে স্বীকৃতি দেয়নি বেশির ভাগ আন্তর্জাতিক সম্প্রদায়। আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলি বাহিনীর এভাবে প্রবেশ এবং ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি টুইটে লিখেছেন, আল আকসা মজজিদে কিবলায়ে আওয়ালে ফিলিস্তিনিদের ওপর, বিশেষ করে পবিত্র রমজানের সময় ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। তারা মানবতা ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি জনগণের জন্য আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সুরক্ষা ও তাদের বৈধ অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনি রেডক্রস বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২১৫ জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে কমপক্ষে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি একজন চিকিৎসক আল জাজিরাকে বলেছেন, নামাজরত একজন মুসলিমের কাঁধে গুলি করা হয়েছে রাবার বুলেট দিয়ে। এ সময় আল আকসা মসজিদের ভিতর অবরুদ্ধ হয়ে পড়েছিলেন ফিলিস্তিনি আবদুল্লাহ ইদ্রিস। তিনি বলেছেন, মসজিদ কমপ্লেক্স এ সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তিনি আরো বলেন, নামাজে যাওয়া মানুষগুলো কাঁদানে গ্যাসের ঝাঁঝে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছিলেন। একটু বাতাসের জন্য মসজিদের জানালাগুলো ছাড়া কোনো বিকল্প ছিল না। আহতদের কাছে চিকিৎসকদের যেতে বাধা দেয়া হচ্ছিল। ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তা শেখ রায়েদ দানা বলেছেন, ইসরাইলি বাহিনী তাকে প্রহার করেছে। তার ভাষায়, তারা আমাকে লাথি দিয়েছে। কিলঘুষি মেরে মেঝেতে ফেলে দেয়। আমি তাদেরকে পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাইনি। এরপর তারা আমাকে মসজিদ চত্বর থেকে বের করে দেয়।

মসজিদ চত্বরে ইসরাইলের এই দমনপীড়নকালে আহত হয়েছেন ফিলিস্তিনের ৬ জন সাংবাদিক। তারা ঘটনার সময় খবর সংগ্রহ করতে গিয়েছিলেন আল আকসা মসজিদ চত্বরে। কিন্তু কাঁদানে গ্যাসের কারণে তারা মারাত্মক দুর্ভোগের শিকার হন। তারা হলেন উসাইদ আমারনেহ, মোহাম্মদ সামরিন, লিওয়া আবু আরমিলা, ইতার আবু ঘারবিয়া, আহমেদ জারাদাত এবং রামি আল খতিব। ফাতিমা আল বাকরি নামে আরেকজন সাংবাদিককে ইসরাইলি বাহিনী শারীরিকভাবে অপদস্ত করেছে।

ওদিকে স্থানীয় সময় বিকাল তিনটায় ফিলিস্তিনের রেড ক্রস বলেছেন, কয়েক শত ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক আছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫০ জনকে। এর আগে আল আকসা মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। বসতি স্থাপনকারীরা হলো ইহুদি।