সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে দলটির মহাসচিব এ আহ্বান জানান। সোমবার বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে গণমাধ্যমের তথ্য প্রকাশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভালো করে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। তার বায়োপসি পরীক্ষা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
বায়োপসি রিপোর্ট সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এ ধরনের রিপোর্ট আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে। এরআগে তো বলা যায় না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com