এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল  বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়। সারাদেশের ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকল বোর্ডে প্রকাশিত হয় ফলাফল।

এ বছরের ফলাফলের চিত্র>>
সিলেট বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বোর্ড প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এবারই সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। ২০০১ সালে সিলেট বোর্ড গঠনের পর ২০১২ সালে ৯১.৭৮ ভাগ ছিল সর্বোচ্চ পাসের হার। এবার তা পেছনে পড়ে গেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।

এবার বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। পাসকৃতদের মধ্যে ছেলে ৫১ হাজার ৩৮৬ জন, মেয়ে ৬৪ হাজার ৩১৪ জন।

এবার জিপিএ ৫ পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৮ জন ছেলে এবং ২ হাজার ৮০৬ জন মেয়ে। এদিকে, এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫.২৯, মানবিক বিভাগে পাসের হার ৯৭.২৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৫.৬৩।

সিলেট বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩। সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫।