সিলেটরবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহু আকবার’ বিপ্লবের ইশতিহার

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

লাবীব আব্দুল্লাহ:

আল্লাহু আকবারের কোনো সীমানা নেই, ইউনিভার্সাল। বিশ্বজনীন শব্দ। আল্লাহু আকবার-আল্লাহ মহান। আল্লাহ হলেন সবার বড়। পৃথিবীর মানচিত্র আলোকিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে। আযানে। ইকামতে। পূব-পশ্চিমে। দিগন্তে দিগন্তে আল্লাহু আকবার। আল্লাহু আকবার গাফলতি থেকে মানবতার জাগরণ। সংগ্রামের চেতনা আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভালোবাসা।

আল্লাহু আকবার রাসূলের প্রতি ভালোবাসার কবিতা। এই আল্লাহু আকবার কাব্যময় সুর। পদ্য ইসলামী চেতনার। গদ্য ভালোলাগার। মানবতার স্পন্দন। প্রেমের কলরব। পৃথিবী সেরা সঙ্গীতের মূর্ছনা। চেতনার নিক্কন। বিপ্লবের ইশতিহার। আমার বিশ্বাস। আমাদের বিশ্বাসের ঘোষণাপত্র।

পথিবীর ঘুমন্ত মানুষকে জাগ্রত করার বীণা।

সাত মহাদেশ জেগে ওঠে আল্লাহু আকবারের বিপ্লবী সুরে। বন্দরে বন্দরে। সাগর মহাসাগরে ধ্বনিত এই সাহসী ও বিপ্লবী আওয়াজ। প্রেমময় ডাক। কৃষকের মুখে। বাদশাহর কণ্ঠে আল্লাহু আকবার। রুকুতে। সিজদায়। আমরা জেগে উঠি ভোরের ঝিরঝির হাওয়ায় আল্লাহু আকবারের সুমধুর আওয়াজে। ফজরের সময়। ব্যবসা ছেড়ে দোকান থেকে মসজিদমুখী হই যোহরের ব্যস্ত সময়ে।

আমরা ক্লন্ত দুপুরে নিকেল করা বিকেলে আল্লাহর ভালোবাসায় সাড়া দেই আসরে। দিনের বেলা শেষে আবার শুনি আল্লাহু আকবার মাগরিবে। রাতের আঁধারে প্রেমের সাড়া দিতে আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইশার আযানে। সারাবেলা আল্লাহু আকবার। সকালে, দুপুরে বিকেলে, সন্ধ্যায় এবং রাতে পাঁচ বার আমরা তৌহিদের প্রেমে সাড়া দেই বেলালী সুরে। আবূ মাহযূরার মিহি মিহি কণ্ঠে। আবার হবে আল্লাহু আকবার।

সবাই কণ্ঠে আসুক আল্লাহু আকবার ধ্বনি। আরবে আজমে আল্লাহু আকবার। বিশ্বময় উচ্চারিত হোক আল্লাহর বড়ত্ব। আল্লাহু আকবার।

এই ধ্বনিতে দূর হোক সব শয়তানিয়্যাত। আল্লাহু আকবার বিপ্লবের ঘোষণাপত্র।

প্রিয়তমা মাসকান খান তোমার বিপ্লবী আওয়াজে অসত্য হোক খানখান। তোমার প্রতি বিপ্লবী সালাম। তোমার প্রতি হৃদয়ের ভালোবাসা।

আল্লাহু আকবার। তুমি সময়ের ধ্বনি। বীরাঙ্গনা সকিনা। খাওলা। হিজাব তোমার গৌরব। মর্যদার। আল্লাহু আকবারে হিজাবের জয়। হিজাব জিন্দাবাদ। জিতে রাহু মাসকান খান।’

লেখক : পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ