সিলেট রিপোর্ট: দেশের প্রাচীন সাহিত্যপ্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট (কেমুসাস)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০১৭-২০১৮ সনের কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে প্রফেসর মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীকে ঘোষণা করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৭-২০১৮ সনের কার্যকরী পরিষদে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন – সহ-সভাপতি আ. ন. ম. শফিকুল হক, সহ-সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব:), সহ-সভাপতি আজিজ আহমদ সেলিম, সহ-সভাপতি বশীর উদ্দিন, সহ-সভাপতি সেলিম আউয়াল, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট, পাঠাগার সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এবং কার্যকরী পরিষদের সদস্য মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সৈয়দ মুহিবুর রহমান, মোস্তাক আহমদ দীন, মাওলানা মোঃ শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট , মাওঃ ফজলুল করিম আজাদ, অধ্যÿ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোঃ রুহুল ফারুক, সৈয়দ মোহাম্মদ তাহের, জাহেদুর রহমান চৌধুরী, মুহিত চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, কামাল তৈয়ব।
সাহিত্য সংসদের নির্বাচন কমিশনের আহবায়ক এডভোকেট এ কে এম শমিউল আলম এবং সদস্য এডভোকেট নিজাম উদ্দিন ও শফিউল আলম চৌধুরী নাদেল স্বাÿরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় মোট ২৩টি পদে ২৩ জন প্রার্থীর একটি মাত্র প্যানেল দাখিল হওয়ায় এবং কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ও কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন এই প্যানেলের সকল সদস্যের তালিকা চূড়ান্ত ও ২৩জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।