সিলেট রিপোর্ট :

 সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ক্যাম্পাসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে দুই জনের মধ্য কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেই শিক্ষার্থীর আবু নাসাত তালহা। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলার বৈরাগীবাজার খশির নাওয়া বাড়ী এলাকার আবু তাহেরের ছেলে।

জানা গেছে, রক্তকরণ বন্ধ না তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আহত আরেক শিক্ষার্থী রেজাউল ইসলামকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে দুই জনের মধ্য কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের আরেকজনের ছুরিকাঘাতে দুইজন শিক্ষার্থী আহত হন। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানা ওসি হিল্লোল রায়।