সিলেটবুধবার , ১৫ জুন ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

Ruhul Amin
জুন ১৫, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদ চৌধুরী প্রদীপ,, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশনের অধিনে অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে বুধবার ( ১৫ জুন) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের দুই প্রার্থী পরাজিত হয়েছেন। এর মধ্যে উত্তর ইউপির নৌকার প্রার্থী এম নবী হোসেন নৌকা প্রতীকে নিকটতম প্রতিদ্ধন্ধি হলেও সদর ইউনিয়নে নৌকার প্রার্থী জামিল আহম্মদ জুয়েল চতুর্থ স্থানে রয়েছেন।
জামালগঞ্জ নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বুধবার রাত ৯ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনোয়ারুল ইসলাম
বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন।
দুর্যোগপুর্ণ আবহাওয়া সকাল হতে বিকাল পর্যন্ত দুই ইউনিয়নে এই প্রথম ইভিএমের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। জানাযায়, দুই ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, এর মাঝে জামালগঞ্জ সদর ইউপি ৭ জন, জামালগঞ্জ উত্তর ৬ জন প্রতিদ্ধন্ধিতা করেন। সদর ইউনিয়নে মোঃ কামাল হোসেন (চশমা) প্রতিকে মোট ভোট পেয়েছে ৩৮৬২টি, নিকটবর্তী প্রতিদন্ডীতা করেছেন আনারস সাজ্জাদ মাহমুদ তালুকদার আনারস ভোট পেয়েছেন ২৫৫৯ টি।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে আবু হানিফ মিয়া ঘোড়া প্রতিকে মোট ভোট পেয়েছেন ৩২৫৮ টি, নিকটবর্তী প্রতিদন্ডীতা করেছেন এম নবী হোসেন আ’লীগের নৌকা প্রতিক ২৮১০ ভোট ।
এছাড়া ২ ইউনিয়নে ১৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৬ জন নারী সদস্য বিজয়ী হয়েছে। বিজয়ীদের নামের তালিকা পাঠ করে শুনান জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, সহকারী কমিশনার (ভুমি) অলিদুজ্জামান, দোয়ারা বাজার নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মো: আবু তাহের, বিশিষ্ট শিল্পপতি মোঃ মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া ও আখতারুজ্জামান তালুকদার সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শেণী পেশার নাগরীকবৃন্দ।##