সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
আবু বকর খান,ভ্রাম্যমাণ প্রতিনিধি: আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার বাদ আসর বটতলা রোডের,রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠে, মৃধা বাড়ি,বোর্ড বাজার,গাজীপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, মারকাযুন নুরের ৭ সালা ইসলামী সম্মেলন।
মোহাম্মদ শাহাজাদা মৃধা’র সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন ঐতিহ্যবাহী মুসলিম বাজার মাদ্রাসার মোহতামিম আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী দাঃবাঃ, মিরপুর ঢাকা।। আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন মারকাযুত তারবিয়াহ, বাংলাদেশের মুহতামিম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা: বা: জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক, মুফতী ওয়ালীউল্লাহ দা: বা: ঢাকা, মুফতী উবাইদুর রহমান হুজাইফী হাফি.ঢাকা মুফতী আব্দুল্লাহ সালেহী হাফিঃঢাকা মুফতী আবিদ আল আহসান হাফি.ঢাকা
এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি
মাদরাসার পরিচালকের সাথে কথা বলে জানা যায়,মুফতি রিজওয়ান রফিকী বলেন মাহফিল সফল করতে সকলের প্রতি তিনি সাদর আহবান জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com