সিলেটশনিবার , ২৪ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সড়কে মৃত্যুর মিছিল : সারাদেশে নিহত ১৮

Ruhul Amin
ডিসেম্বর ২৪, ২০১৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

acডেস্ক রিপোর্ট :

থামছে না সড়কে মৃত্যুর মিছিল। শনিবারও (২৪ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ ১৮ জনের প্রাণ গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, কুমিল্লায় ৩ জন, গোবিন্দগঞ্জ ও সাতক্ষীরায় ২ জন করে নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. শামীম (২৬) নামের একজনের পরিচয় পাওয়া গেছে।
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার রায়পুরে প্রাইভেটকার চাঁপায় মা- ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর নাথবাড়ীর সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী ও এক শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সেলিনা আক্তার তার শিশু পুত্র নিজাম এবং রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার।দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ গোড়াঘাট-দিনাজপুর সড়কে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় শনিবার একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে। ফলে ঘটনাস্থলে কার যাত্রী আব্দুর রহমান (৩৬) ও আহসান হাবীব (৩৫) নিহত এবং অপর দু’জন আহত হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজারে ইঞ্জিন ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাচজন। শনিবার সকাল ১১টার দিকে মির্জাপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, ইসরাফিল হোসেন (২৮) ও জুই (৬ )।
আশুলিয়া : আশুলিয়া মরাগাঙ এলাকায় শনিবার দুপুরে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আশুলিয়ার ট্রাফিক ইনচার্জ শাহরিয়ার হোসেন জানান, ঘটনা স্থলে আল-আমিন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
রংপুর :রংপুরের মিঠাপুকুরে গোলাম ফারুক (৪২) নামে এক মাছ ব্যবসায়ী বাসের চাপায় নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গড়ের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার দুপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে মিলন মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় ঘটে।
চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালি বাসচাপায় কামরুন নাহার (৮) নামে এক শিশু নিহত হয়েছে । নিহত কামরুন নাহার কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের ওসমান গণির মেয়ে। কোতোয়ালি থানার এসআই মো. শাহজাহান জানান, শনিবার সকালে মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পথে শিশুটি দুর্ঘটনায় পড়ে।
রাজশাহী : রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বর এলাকায় ট্রাকচাপায় জনাব আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনাব আলীর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বালিবাহী ট্রাক চাপায় ফয়সাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পুর্বপাড়া গ্রামের কাচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর : চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে ট্রাকচাপায় হালেমা বেগম (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেট এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় টমটম উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শাহেদ আলী জেলার বানিয়াচং উপজেলার মকরমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।