সিলেটশনিবার , ২১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লাখের উপর!

Ruhul Amin
জানুয়ারি ২১, ২০১৭ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

full_830715656_1450498996সিলেট রিপোর্ট ডেস্ক :
ভুয়া মুক্তিযোদ্ধা এক লাখ ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলো বেড়ে এক লাখ ছাড়িয়েছে। এখন সময় এসেছে, ভুয়াদের শনাক্ত করার।”

শনিবার মাদারীপুর জেলা শহরের নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থা এবং আলোড়ন-৯২ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌমন্ত্রী। তিনি বলেন, “কারণ যারা মুক্তিযোদ্ধ নয়, তাদের মুক্তিযোদ্ধা করা যাবে না। সেই যাচাই-বাছাই এখন থেকে শুরু হয়েছে।”

মন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরই ডিজিটাল সনদপত্র দেয়ার। এতে করে আর ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হতে পারবে না।”
সভায় সভাপতিত্ব করেন কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন অপু।

বক্তব্য দেন জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।