স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে সাতার প্রতিযোগিতার অংশ হিসেবে ছাত্ররা বিয়ানীবাজার পৌর শহরের একটি পুকুরে প্রশিক্ষণে যায়। শিক্ষার্থীরা পুকুরে প্রবেশ করে বিভিন্ন সাতার কৌশল অনুশীলন করছিলেন। কিন্তু প্রশিক্ষণের সময় আবু মাজেদ পুকুরের গভীর অংশে চলে গেলে হঠাৎ করে পানিতে তলিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত সহপাঠী এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে বের করেন। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার এসআই দীপংকর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাতার প্রশিক্ষণের সময় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রিপোর্ট হাতে পেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা বিষয়টি আরও তদন্ত করছি।”
স্থানীয়রা বলেন, আবু মাজেদ একজন জীবন্ত, চঞ্চল ও সাহসী শিশু ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্কুল সম্প্রদায় শোকাহত। শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা আতঙ্ক এবং দুঃখের সৃষ্টি করেছে।
এ ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে পুনর্ব্যক্ত সতর্কতার প্রয়োজনীয়তাকে আরও উজ্জ্বলভাবে সামনে নিয়ে এসেছে। বিশেষত পানি সংক্রান্ত কার্যক্রমের সময় পর্যাপ্ত নিরাপত্তা ও তত্ত্বাবধায়ক থাকা অত্যন্ত জরুরি।