সিলেটবুধবার , ২১ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাযাতের পঞ্চম দিন আজ

Ruhul Amin
জুন ২১, ২০১৭ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রুহুল আমীন নগরী: আজ বুধবার ২৫ রমজান ১৪৩৮ হিজরী, মোতাবেক ৭ আষাঢ় ১৪২৪ বাংলা, ২১ জুন ২০১৭ ঈসায়ী। নাজাতের পঞ্চম দিন আজ। এই দশকের বেজোড় রাতেই শবেকদর বিদ্যমান। কোরআন নাযিলের এই মাসের মর্যাদা অত্যধিক। পবিত্র কোরআন মহান আল্লাহর এমন এক কিতাব, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। যুগে যুগে কোরআন অধ্যয়ন করে চিরন্তন অবিনশ্বর সত্যের নিকট আত্মসর্মপিত হয়েছে সত্যসন্ধানী মানুষ। মানুষের ইহকালের শান্তি ও পরকালের মুক্তি নির্ভরশীল রাখা হয়েছে আল্লাহর এই শাশ্বত গ্রন্থটির ওপর। আর এই গ্রন্থ নাযিল হয়েছে পবিত্র রমজান মাসে। এসর্ম্পকে ইরশাদ হচ্ছে, রমজান মাস হলো মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নির্দশন ও সত্যাসত্যের র্পাথক্যকারীরুপে কুরআন অবর্তীণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে। ( সূরা বাকারা-২: ১৮৬)
কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হল এই যে, তা সম্পুর্ণভাবে রমজানের কোন এক রাতে (শবে কদরে) লাওহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটতম আকাশে অবর্তীণ করা হয়, তথা হতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ধীরে ধীরে ২৩ বছরে অবতীর্ণ হয়। নিরাকার ¯্রষ্টার সঙ্গে সাকার মানবের সরাসরি সম্পর্ক স্থাপনের সর্বোত্তম সূত্র পবিত্র আল কোরআন তেলাওয়াত। আল্লাহর বাণী কোরআন স্বয়ং তাঁর সত্তা হতে নি:সৃত। মুখে এর আবৃত্তি করাই হলো আল্লাহকে স্মরণ করার প্রথম ধাপ। তারপর কোরআনের আদেশ-নিষেধ ও সারগর্ভ উপদেশসমুহ সম্যক আয়ত্ত করা এবং তদনুযায়ী জীবন গঠনে মনোযোগী হওয়াই কোরআন তেলাওয়াতের মুখ্য উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছিলেন। নিয়মিত এর তেলাওয়াত দ্বারা মুমিনের ঈমান দৃঢ়তর হয়, সতেজ হয়। এব দুর্নিবারআকর্ষণ ধরাপৃষ্ঠে অবস্থিত কোরআন তেলাওয়াতকারীর আন্তরিক সত্তাকে আল্লাহর সুউচ্চ আরশ পর্যন্ত পৌছে দেয়। কোরআনের প্রতিটি বিধানই আল্লাহর নির্দেশ, আল্লাহর পবিত্র বাণী, এ বিধানের উপযোগিতা রয়েছে বিশ্বের সকল দেশের সকল মানুষের জন্য। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিয় জীবন এবং আর্ন্তজাতিক জীবনকে সুস্থ সুষ্ঠু সুন্দও, সমৃদ্ধ এবং সুখময় করার ক্ষেত্রে আল-কোরআনের চিরন্তন আসমানী বিধান অনুসরণ করার কোন বিকল্পনেই। রাষ্ট্রিয় জীবনে কোরআনের বিধান অনুসৃত হলেই জীবনের অন্যান্যস্থলে এর সুফল দেখতে পাওয়া যাবে। কোরআন নাযিলের পবিত্র এই মাস আমাদের নিকট থেকে চলে যাচ্ছে। কবি মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন-
ইহ পরকালে যদি চাও পরিত্রাণ/
মুমিন তুমি রোজা রাখ হয়ে সাবধান//
মহান প্রভুর মহান দান পবিত্র রমজান/
ভাগ্য গুণে পাইয়াছ ওহে মুসলমান//
পাচঁ বস্তু গৌরব তোমার ওহে মুসলমান/
না পাইলা অন্য কোন নবীর উম্মতান//
রোজাদারের উপর নেকদৃষ্টি করেন রহিম ও রহমান/
রমজানের প্রত্যেক রাত্রে হয়ে মেহেরবান//
নিজে প্রভু করবেন মুমিন রোজার প্রতিদান/
তার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আছে কী মুসলমান//