সিলেটসোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আইসার মানববন্ধন

Ruhul Amin
সেপ্টেম্বর ১১, ২০১৭ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি: বাহুবলে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন পালন করেছে আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাহুবল (আইসা)। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে রবিবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর বাহুবল বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আইসার সভাপতি মাওলানা শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন আল আদনান এবং সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বিশ্নপুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক মাওলানা আব্দুল বারি আনছারী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ক্বারী হুসাইন আহমদ, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, মাওলানা আব্দুল বছির, আব্দুল কাইয়ূম জাকী, মাওলানা আব্দুল হাই দৌলতপুরী, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ, মৌলভী আব্দুন নূর, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মাওলানা আসআদ আহমদ, মাওলানা সাদিকুর রহমান মানিক, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা আশিকুর রহমান, মোঃ আব্দুল মালিক রফিক, মাওলানা হেলাল আহমদ উজ্জল, হাবিবুর রহমান নোমান, হাফেজ বজলুর রহমান, হাফেজ এনামুল হক সাদী, সালাহ উদ্দিন মিলন, মাওলানা ফখরুল ইসলাম ইসলামাবাদী।
মানববন্ধনে বক্তারা বলেন আগামি ৭২ ঘন্টার মধ্যে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধ না করলে আইসা ফোরাম কঠিন আন্দোলনে নামবে।