সিলেটসোমবার , ১ আগস্ট ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় শিক্ষিকা বরখাস্ত

Ruhul Amin
আগস্ট ১, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

স্কুলড্রেস ছাড়া বোরকা পরে স্কুলে যাওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে মৌসুমী রায় নামে এক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ছাত্রীটিকে এমন শাস্তি দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

স্কুল ড্রেস পরে না আসায় হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারকে মৌসুমী রায় লাঞ্ছিত করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) রাতে জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধান শিক্ষককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জানাগেছে, বোরকা পরিহিত অবস্থায় ক্লাসে আসায় শিক্ষিকা রেগে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।