সিলেটসোমবার , ১ আগস্ট ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বোরকা পড়ায় স্কুল ছাত্রীকে অপমান করার প্রতিবাদ জানালেন প্রিন্সিপাল মাসরুরুল হক-

Ruhul Amin
আগস্ট ১, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
হবিগঞ্জের বালিকা স্কুলের ছাত্রী সাদিয়াকে বোরকা পড়ার কারনে অপমান করায় অনতিবিলম্বে শিক্ষিকা মৌসুমি রায়কে চাকরিচ্যুত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন উমেদ নগর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী।
জানাগেছে, হবিগঞ্জ শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবি ছাত্রী সাদিয়া আক্তার কে বোরকা পরে স্কুলে আসার কারণে উক্ত স্কুলের কথিত শিক্ষিকা মৌসুমী রায় কর্তৃক সাদিয়াকে নাকে খত দিয়ে তার পায়ে সেজদা করার জাহিলী যুগীয় শাস্তি প্রদানের বিষয়ে হবিগঞ্জ সহ সারা দেশের মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। উক্ত স্কুলের শিক্ষিকা মৌসুমী রায় কর্তৃক এ জগন্য কাজটি দেশের সংবিধান বিরোধী। গনতন্ত্র বিরোধী। ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতা বিরোধী। এটা সংখ্যাগরিষ্ট এই মুসলমানদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির এক গভীর নীলনকশা ও চক্রান্ত। হবিগঞ্জ বাসী সামপ্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ অঞ্চলের মানুষ আবহমান কাল থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে পরস্পরে মিলেমিশে চলে আসছে। একটি মহল চাচ্ছে শত বছরের এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে যাক। কথিত শিক্ষিকা মৌসুমী রায়ের উক্ত জগন্যতম কাজটি এই গভীর ষড়যন্ত্রের অংশ। তাই এই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে অনতিবিলম্বে গ্রেফতারের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানাচ্ছি। অন্যথায় হবিগঞ্জের তাওহীদি জনতা কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে।