সিলেটশনিবার , ২১ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুরুষ অফিসারের সঙ্গে হ্যান্ডসেক না করায় নাগরিত্ব হারালো মুসলিম নারী

Ruhul Amin
এপ্রিল ২১, ২০১৮ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পুরুষ অফিসারের সঙ্গে হ্যান্ডসেক করতে অস্বীকার করায় এক মুসলিম নারীকে নাগরিকত্ব দেয় নি ফ্রান্স কর্তৃপক্ষ।  গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত জানান।

আদালতের রায়ে বলা হয়েছে, হ্যান্ডসেক করতে অস্বীকার করে এ নারী প্রমাণ করেছেন তিনি ফ্রেন্স সমাজের রীতি-নীতিতে মেনে নিতে এবং তাতে একাত্ম হতে পারে নি।

এ মুসলিম নারী জুন ২০১৬ সালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অনুষ্ঠিত তার নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডসেক করতে অস্বীকার করেন।

তিনি বলেন, আমার ধর্মবিশ্বাস অনুযায়ী আমি পুরুষের সঙ্গে হ্যান্ডসেক করতে পারি না।

প্রতিক্রিয়ায় তার নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত বাতিল হয়।

মুসলিম নারী এ সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার বলে ২০১৭ কোর্টে আপিল করেন। কিন্তু কোর্ট নাগরিকত্ব প্রদান না করার সিদ্ধান্তে অটল রইলো।

আলজেরিয়ার নাগরিক এ মুসলিম নারী একজন ফ্রেন্স পুরুষকে ২০১০ সালে বিয়ে করেন এবং নিয়মানসুরারে নাগরিকত্বের জন্য আবেদন করেন।

সূত্র : এশিয়া ওয়ান