সিলেটমঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা

Ruhul Amin
জুলাই ৩১, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: গতকাল ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে (৩টি করে সংরক্ষিত-৯ ওয়ার্ড) ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল হচ্ছে-
সংরক্ষিত ওয়ার্ড-১॥ সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ১ আসনে সালমা সুলতানা- (চশমা) ৪৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কোহিনূর ইয়াসমীন ঝর্ণা-(জিপ গাড়ি) পান ৩৯১৩ ভোট।
সংরক্ষিত ওয়ার্ড-২॥ সাধারণ ওয়ার্ড ৪, ৫ ও ৬ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ২ আসনে কুলসুমা বেগম পপি-(হেলিকপ্টার) ৫৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৩॥ সাধারণ ওয়ার্ড ৭, ৮ ও ৯ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৩ আসনে রোকসানা খানম-(ডলফিন) ৪৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শ্যামলী সরকার-(মোবাইল ফোন)৪৬৬০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৪॥ সাধারণ ওয়ার্ড ১০, ১১ ও ১২ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৪ আসনে মাসুদা সুলতানা-(চশমা) ১১১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোছা. রুহেনা খানম মুক্তা- (জিপগাড়ি) ৬০৮৭ ভোট পান।
সংরক্ষিত ওয়ার্ড-৫॥ সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৫ আসনে শাহানা বেগম শানু-(ডলফিন) ৬৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিবা রাণী দে-(আনারস) ৫৭৫০ ভোট পান।
সংরক্ষিত ওয়ার্ড-৬॥ সাধারণ ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৬ আসনে শাহানারা বেগম-(বই) ৮১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোছা. কামরুন নাহার চৌধুরী তিন্নি-(আনারস) ৩৯৭১ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৭॥ সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৭ আসনে নাজনীন আকতার কণা- (জিপগাড়ি) ৪১৫৫ ভোট ও নার্গিস সুলতানা-(চশমা) ৪১৫৫ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৮॥ সাধারণ ওয়ার্ড ২২, ২৩ ও ২৪ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৮ আসনে
রেবেকা আক্তার লাকী-(জিপগাড়ি) ৫৯৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সালেহা কবীর শেপী- (চশমা) ৩৯৩৫ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৯॥ সাধারণ ওয়ার্ড ২৫, ২৬ ও ২৭ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৯ আসনে
অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ-(চশমা) ৭৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী
সামিরুন নেসা-(গ্লাস) ৫৪৭৫ ভোট পেয়েছেন।