সিলেটশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজনের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Ruhul Amin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য, সিলেট মহানগর যুবলীগ নেতা গোলাম রহমান চৌধুরী রাজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্নার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,- বাংলাদেশ ছাত্রলীগের অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির জনকের স্বপ্ন পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সেই স্বপ্নকে বাধাগ্রস্থ করতে একটি ষড়যন্ত্রকারী মহল লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক ছাত্রলীগ নেতা রাজন ভাইয়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রজন্মলীগের সভাপতি দেওয়ান মুরাদ, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তারেক আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মামুন উদ্দিন, হারুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, এম মিজানুর রহমান মিজান, উপ-দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, মিজানুর রহমান, ইমরান আহমদ ইমু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান তালুকদার, পুলক দাস অলক, ইমতিয়াজ, আল আমিন, রাজিব দাশ, সুজন দাস, নীরেশ তালুকদার, সুমন সীল, লালন আহমদ, স্বপন আহমদ, মিনহাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন- এম. সি কলেজ ছাত্রলীগ নেতা শওকত হাসান মানিক, আালিম উদ্দিন, ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, তোফায়েল আহমদ, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ, দিপু ধর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারওয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক ডালিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজু আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক, সহ সভাপতি বিজন আচার্য্য, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ, সিনিয়র সহ সভাপতি নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, জাহেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স, সাইফুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সেলিম হোসেন শান্ত, সহ সভাপতি আলমগীর বাদশাহ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জিলাল আহমদ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত, জাবেদ, পুলক, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা দুলাল, ইশতিয়াক আহমদ মুন্না, জাহিদ, রায়হান প্রমুখ।